বলিউড তারকা সলমন খানকে বারবার প্রাণনাশের হুমকি। গ্যাংস্টারদের হিটলিস্টে বারবার নাম। কীভাবে এসব সামলান। অবশেষে মুখ খুললেন সলমন খান। সম্প্রতি সলমনের প্রাণনাশের হুমকির পর তাঁর ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। সলমন জানান, তাঁর দিকে অনেক বন্দুক তাক করা আছে। তিনি জানেন বলেই নিরাপত্তা বাড়ানো হয়েছে।
ইন্ডিয়া টিভির 'আপ কি আদালত'-এর অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সলমন খান। ভাইজান জানান, এখন তাঁর নিরাপত্তা এতটাই বেড়ে গিয়েছে, যে কোথায় একা যাওয়া সম্ভব নয়। সলমনের মতে, "হুমকির জন্যই এই নিরাপত্তা বাড়ানো হয়েছে তাঁর।" ৩০ এপ্রিলেই সলমন খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তার আগে প্রাণনাশের হুমকি ও নিরাপত্তা নিয়ে অকপট সলমন।
সলমন খান বলেন, "আমি জানি, যা হওয়ার, সেটাই হবে। হাজার চেষ্টা করেও লাভ নেই। অনেক বন্দুক তাক করা আছে। তাই এই নিরাপত্তা। নিরাপত্তা না নিয়ে কোথাও যাই না।"