সেলফি তোলা নিয়ে বিপত্তি। পৃথ্বী শ-এর (Prithwi shaw) সঙ্গে অশান্তিতে জড়িয়ে গ্রেফতার হয়েছেন এক তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর নাম স্বপ্না গিল। কিন্তু কে এই স্বপ্না গিল (Sapna Gill)।
জানা গিয়েছে চণ্ডিগড়ের বাসিন্দা স্বপ্না তিনি পেশায় একজন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন স্বপ্না। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ২২ লক্ষের বেশি।
আরও পড়ুন - সেলফি নিয়ে বিপাকে, মুম্বইয়ে ক্লাবের বাইরে হাতাহাতি পৃথ্বী শ-এর! ধৃত তরুণী
বলিউডে কাজ না করলেও বেশ কয়েকটি ভোজপুরী ছবিতে কাজ করেছেন তিনি। 'মেরা ওয়াতন', 'নিড়ুয়া ছলাল লন্ডন', 'কাশী অমরনাথ' তাঁর উল্লেখযোগ্য ছবি।