ইতিমধ্যেই বলিউডে নিজের জাত চিনিয়েছেন সইফ কন্যা সারা আলি খান (Sara Ali Khan), এবার বলিউডে পা রাখতে চলেছেন নবাব পুত্তুর ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। ভাইয়ের বলিউডে ডেবিউয়ের খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী। সারা জানান, অভিনেতা হিসেবে নিজের প্রথম সিনেমার শ্যুটিং শেষ করেছে ইব্রাহিম। ইব্রাহিমকে দিদি নয় মায়ের মতোন সন্তানস্নেহেই বড় করেছেন সারা। বলি অন্দরের খবর, ছবিটি পরিচালনা করবেন বোমান ইরানির ছেলে কায়োজ ইরানি। ছবিটির নাম হতে চলেছে 'সরজমিন' ৷ এই ছবি মালায়ালম রোমান্টিক কমেডি 'হৃদয়ম'এর রিমেক। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কাজল।
Yuvaan-Subhashree: 'তুমি মাঙ্কি না ব্যাটম্যান?', চেয়ারে চড়তে চড়তে কী উত্তর দিল ইউভান?
এর আগে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে করআন জোহারের সহকারী হিসেবে পর্দার পিছনে কাজ করেছিলেন সইফ পুত্র। এবার পর্দায় রাজ করতে আসছেন সইফের অবিকল। মুক্তির অপেক্ষায় সারার আসন্ন ছবি, 'যারা হটকে যারা বাঁচকে'৷