ওটিটির (OTT) দুনিয়ায় আসছে 'এসআরকে প্লাস' (SRK+) । নাম দেখে তো বুঝতেই পারছেন, এর সঙ্গে জড়িয়ে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) । তবে কোনও ওয়েব সিরিজ (Web Series) নয় কিংবা সিনেমা নয় । নিজের ওটিটি প্ল্যাটফর্ম (OTT Plartform) চালু করতে চলেছেন শাহরুখ খান ।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের ওটিটি প্ল্যাটফর্ম 'এসআরকে প্লাস'-এর একটি লোগো শেয়ার করেছেন শাহরুখ । ক্যাপশনে লিখেছেন,'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে (ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে)'।
আরও পড়ুন, Kiff 2022 : সিনেপ্রেমীদের জন্য সুখবর, ঘোষণা হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন তারিখ
এই বিষয়ে সলমন খানও (Salman Khan) একটি টুইট করেছেন এবং লিখেছেন, আজ কি পার্টি মেরি তরফ সে (আজকের পার্টি আমার তরফ থেকে) । তোমার নতুন ওটিটি অ্যাপ (OTT App) 'এসআরকে প্লাস'-এর জন্য শুভেচ্ছা ।
সদ্য প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান'(Pathan)-এর টিজার । এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)।