করোনার ভয় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে বলিউড। একের পর এক নতুন ছবির মুক্তি থেকে শুরু করে ঘোষণা, জোরকদমে শ্যুটিং, চলছিল সবই। কিন্তু বলিপাড়ায় ফের করোনার হানা। এবার করোনায় আক্রান্ত বলিউডের বাদশা নিজেই! শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে শুধু শাহরুখ নয়, আক্রান্ত হয়েছেন ক্যাটরিনা কাইফও।
সম্প্রতি নিজের একাধিক নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। তার মধ্যে সবচেয়ে শেষ খবর ছিল 'জওয়ান' (Jawan) ছবির। ব্যান্ডেজে মোড়া শাহরুখের ছবির পোস্টার দেখে বেশ উচ্ছসিত ছিলেন ভক্তরাও। কিন্তু ফের করোনার হানায় আপাতত স্থগিত হতে পারে শাহরুখের একাধিক ছবির কাজ। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী আইসোলেশনেই থাকতে হবে তাঁকে। তবে এখনও শাহরুখ খানের টিমের তরফ থেকে অফিসিয়ালি এই খবর জানানো হয়নি।
আরও পড়ুন- Aparajito Controversy : 'থিম কি হাইজ্যাকড ?' অপরাজিত-র ভাবনা মৌলিকতা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ