আজ শনিবার খুশি ইদ। দেশের বিভিন্ন প্রান্তে থাকে ভক্তদের নিজেদের মতো করে শুভেচ্ছা জানালেন বলিউডের খানেরা। শুক্রবার নিজে ঢঙে মন্নতের বারান্দায় এসে হাজির হয়েছিলেন শাহরুখ খান। নিজের গ্যালাক্সিতে আত্মীয়, বন্ধু, পরিবারের জন্য পার্টির আয়োজন করেছিলেন সলমন খান। বোন সোহা আলি খানের বাড়িতেই ইদের খুশি পালন করছেন সইফ আলি এবং করিনা কাপুর খান। সেখানেই ছিলেন শর্মিলা ঠাকুরও। আর ভক্তদের মিষ্টি শুভেচ্ছা বার্তা দিয়েই পরিবারের সঙ্গে ইদ পালন আমির খানের।
ইদের অনেক আগেই পাঠান মুক্তি পেয়েছিল। সাফল্যও এসেছে। দীর্ঘ কয়েক বছর পর ভক্তদের হিট উপহার দিতে পেরেছিলেন শাহরুখ খান। তাই ইদ ছিল স্পেশাল। নিরাশ করেননি তিনি। নিজের স্টাইলে মন্নতের ব্যালকনিতে ভক্তদের দেখা দিলেন।
ইদেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি। বক্স অফিসে প্রাথমিক ভাবেই ভালই করেছে কিসিকি ভাই, কিসিকি জান। তারই খুশিতে গ্যালাক্সিতে ইদ উদযাপন সলমনের। তবে সবটাই পরিবার-বন্ধুদের নিয়ে জানা গিয়েছে।