এই বছরটা যেন বাদশার কামব্যাকের বছর। ৪ বছর পর পর্দায় ফিরে পর পর দুটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন কিং। ২রা নভেম্বর ৫৮ তে পা রাখবেন বলি বাদশা। অন্যান্য বার এইদিনে তিনি কখন একবারটি ‘মন্নত’ থেকে হাত নাড়বেন তার অপেক্ষায় থাকেন সকলে। তবে এই বছর একটি পার্টির আয়োজন করবেন বাদশা।
'Dunki' Teaser: কিং খানের জন্মদিনে উপহার, 'মন্নত' থেকেই প্রকাশ্যে আসবে ডাঙ্কি?
'জওয়ান' এবং 'পাঠান', গ্লোবাল বক্স অফিসে যৌথভাবে ২০০০ কোটি টাকা আয় করেছে। তাই তাঁর ক্যারিয়ারের সেরা বছরটি উদযাপন করতে, অভিনেতা একটি গ্র্যান্ড পার্টি থ্রো করবেন। গ্র্যান্ড সেলিব্রেশানে উপস্থিত থাকবেন করণ জোহর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রাজকুমার হিরানি, অ্যাটলি, সিদ্ধার্থ আনন্দ প্রমুখ। আর শাহরুখের জন্মদিনেই মুক্তি পাবে ডাঙ্কির টিজার। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে Jio NMACC-তে এই পার্টি অনুষ্ঠিত হওয়ার কথা।