সিদ্ধার্থ-কিয়ারার (Sidharth-Kiara Wedding) প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে । বলি তারকারা জয়সলমেরের বিলাসবহুল বিয়ের ভেন্যুতে পৌঁছতে শুরু করেছেন । ৬ ফেব্রুয়ারি নতুন জীবনের শুরু করতে চলেছেন তাঁরা । অপেক্ষায় সিড-কিয়ারার অগণিত ভক্ত । কিন্তু, এরই মধ্যে শেরশাহ জুটির বিয়ে নিয়ে এল বড় আপডেট । নতুন খবর অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি বিয়ে (Sidharth-Kiara Wedding new date) করছেন না তাঁরা । তাহলে কবে বিয়ে তারকা যুগলের ?
জানা গিয়েছে, ৬ তারিখ নয়, ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে । জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে বিয়ের পর ওই দিনই গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে । বিয়ের নতুন তারিখের পাশাপাশি প্রাক-বিয়ের অনুষ্ঠানের তারিখও প্রকাশ্যে এসেছে । কবে হচ্ছে সিড-কিয়ারার হলদি, মেহেন্দি ও সঙ্গীত জানেন ? ঘনিষ্ঠ সূত্রে খবর, আজ অর্থাৎ ৫ ফেব্রুয়ারি সিদ্ধার্থের নামের মেহেন্দি পরবে কিয়ারা । ৬ ফেব্রুয়ারি সঙ্গীত ও হলদি-র অনুষ্ঠান রয়েছে । তারপর মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি গ্র্যান্ড বিয়ে ।
আরও পড়ুন, Sidharth Kiara Wedding : জয়সলমীরে সিদ্ধার্থ, আজ থেকে শুরু বিয়ের প্রাথমিক অনুষ্ঠান
জয়সলমের জমজমাট । সেজে উঠেছে সূর্যগড় প্রাসাদ । বর-কনেপক্ষ পৌঁছে গিয়েছে । করণ জোহর, শাহিদ কাপুররাও একে একে পৌঁছচ্ছেন সেখানে । আত্মীয়, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সারছেন সিড-কিয়ারা ।