প্রয়াত পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার বাবা-মায়ের ঘরে এল পুত্র সন্তান। ছেলের মৃত্যুর দু বছর পর দ্বিতীয়বার মা হলেন ৫৮ বছর বয়সি চরণ কৌর। রবিবার সকালে এই সুখবর জানিয়েছেন গায়কের বাবা।
এদিন নিহত গায়ক মুসওয়ালার বাবা বলকাউর সিং তাঁর সোশ্যাল মিডিয়ায় নবজাতকের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার ছবির সামনে দাঁড়িয়ে রয়েছেন তাঁর বাবা। আর তাঁর কোলে রয়েছে পরিবারের নতুন অতিথি। ক্যাপশনে জানিয়েছেন, তাঁরা সকলে সুস্থ আছেন।
ছেলের শোক ভুলতে দ্বিতীয়বার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুসেওয়ালা দম্পতি।আইভিএফ প্রযুক্তির সাহায্য নিয়ে গর্ভধারণের সিদ্ধান্ত নিয়েছিলেন সিধুর মা। জানা গিয়েছিল মার্চ মাসেই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অবশেষে অপেক্ষার অবসান। রবিবারেই নতুন অতিথি এল মুসেওয়ালা পরিবারে।
আরও পড়ুন - গেরুয়া বসনে কপালে তিলক, গলায় রুদ্রাক্ষ! ভবানী পাঠকের বেশে প্রসেনজিৎ
২০২২ সালের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় নৃশংস ভাবে হত্য়া করা হয় পঞ্জাবি গায়ক সিধুকে। তাঁর উপর প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে আন্তঃদলীয় শত্রুতা।