একটি গান। তাঁকে ঘিরে দ্বন্দ্ব। বলিউডে এই ঘটনা নতুন নয়। কিন্তু এবার যাঁকে সমালোচনা করা হল, তাঁর নাম শুনে হতবাক দেশের সঙ্গীত জগৎ। এমনকী, যিনি সমালোচনা করলেন, তাঁকে একসময় বলা হত লতা মঙ্গেশকরের যোগ্য উত্তরসূরি। বিতর্কের সূত্রেপাত দয়বান ছবি একটি গানের রিমিক্সকে কেন্দ্র করে। অরিজিতের কন্ঠে তাঁর গাওয়া গান শুনে অনুরাধা পড়োয়ালের মন্তব্য, কী খারাপ গান গায় অরিজিৎ সিং। অনুরাধা জানিয়েছেন, তাঁর এক ঘনিষ্ঠ এই গানটি রিমিক্স শুনতে অনুরোধ করেছিলেন। সেই গান শোনার পর তাঁর কান্না পেয়েছিল। কারণ, একটা ভালকে কেউ এইভাবে নষ্ঠ করতে পারেন, তা অরিজিতের গান না শুনলে বোঝা যেত না। যদিও এই ব্যাপারে অরিজিতের কোনও প্রতিক্রিয়া নেই।
১৯৮৮ সালে ফিরোজ খানের পরিচালনায় বলিউডে মুক্তি পেয়েছিল বিনোদ খান্না, মাধুরী দীক্ষিত এবং ফিরোজ খান অভিনীত দয়াবান। অনেকেই দাবি করেছে এই ছবি ছিল মণিরত্নমের তামিল ছবি ভেলু নায়কন থেকে নেওয়া। ওই ছবিতে লক্ষ্মীকান্ত-প্যায়রেলালের মিউজিকে তৈরি হয়েছিল 'আজ ফির তুম সে প্যায়ার আ গয়া হ্যায়' এই গানটি। যার প্লেব্যাক করেছিলেন অনুরাধা পড়োয়াল এবং পঙ্কজ উধাস। প্রায় দু দশক পেরিয়ে এই গানটি ব্যবহার করা হয়েছিল বলিউডের ছবি হেট স্টোরি টু-তে। যেখানে প্লেব্যাক করেছিলেন অরিজিৎ সিং।
অনুরাধার অভিযোগ, এই রিমিক্স শোনার পর আতঙ্কে তিনি কেঁদে ফেলেছিলেন। কারণ, তিনি বিশ্বাস করতে পারছিলেন না, একজন গায়ক কীভাবে এত খারাপ গান গাইতে পারেন। এই গায়িকার দাবি, পরে আসল গানটি বার দুয়েক শোনার পর তিনি স্বস্তি পান।