বাবা ছেলে দুজনের ছবি নিয়েই সম্প্রতি বেজায় আলোচনা হয়েছে টিনসেল টাউনে। ‘গদর ২’ এর সাফল্য উপভোগ করছিলেন সানি দেওল আর ধর্মেন্দ্রও আলোচিত হয়েছিলেন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। কিন্তু এর মধ্যেই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে আমেরিকা ছুটতে হল সানিকে। চিকিৎসার জন্য দুজনকেই প্রায় দিন ২০ থাকতে হবে বিদেশে।
Koel Mallick: একটু একটু করে দুর্গা হয়ে উঠলেন 'মিতিন মাসি', ঝলক শেয়ার করল চ্যানেল
সূত্রের খবর, ধর্মেন্দ্রর বয়স এখন ৮৭। মূলত রুটিন চেক আপের জন্যই বাবাকে নিয়ে আমেরিকা উড়ে গিয়েছেন সানি। স্বাস্থ্যগত বেশকিছু সমস্যা এই বয়সে হয়ে থাকে। তবে চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।