তিনি BORN Star, তিনি শাহরুখ পুত্র। তাই কেরিয়ারের শুরুতেও বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। আরিয়ানের প্রথম সিরিজ ‘স্টারডম’, শ্যুটিং প্রায় শেষের দিকে। কিন্তু মুক্তির আগেই তাঁর এই সিরিজ কার্যত যেন নিলামে উঠেছে। কেউ অফার দিয়েছেন ১২০ কোটির , আবার কোনও ওয়েব প্ল্যাটফর্ম তারও বেশি। একটি ছবি নিয়ে যখন নবিশ পরিচালকদের যখন প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে হয়, তখন আরিয়ানের সিরিজ মুক্তির আগেই তা কেনার জন্য কয়েককোটি টাকার অফার আসছে।
Viral Video : ম্যাচ শেষে হোটেল ফেরা নয়, লকার রুম পরিস্কার করা, ভিডিও ভাইরাল
ছোট থেকেই তিনি তারকা। কিং খানের পুত্র বলে কথা। কিন্তু আরিয়ান ঠিক করেই নিয়েছিলেন বাবার মতো ক্যামেরার সামনের তারকা তিনি হবেন না। বরং তাঁর যাবতীয় কৌতুহল, ক্যামেরার পিছনের কাজেই৷ আগেই জানিয়েছিলেন অভিনেতা নয় , বরং পরিচালক হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান শাহরুখ পুত্র। সম্প্রতি একটি বিজ্ঞাপনের পরিচালনা করেছেন আরিয়ান , তার আগে ‘স্টারডম’ ওয়েবসিরিজের প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। এটিই তাঁর প্রথম ওয়েব সিরিজ। এই সিরিজের শ্যুটিং শেষের দিকে। সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান ,রণবীর কাপুর।