সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) অভিনীত 'টাইগার' (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবিই বক্স অফিসে তুমুল সাফল্যের মুখ দেখেছিল। এবার প্রকাশ্যে এল ‘টাইগার থ্রি’ এর প্রথম পোস্টার। সালমান খান নিজে শেয়ার করেছেন এই পোস্টার। ফের আরও একটি ছবির ঘোষণা যশরাজ ফিল্মসের (YRF)!
Chanchal-Swastika: চঞ্চলের নায়িকা এবার স্বস্তিকা, কোন ছবিতে জুটি বাঁধছেন দুই বাংলার দুই তারকা?
ছবিটিতে সলমন খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও রয়েছেন ইমরান হাশমি।আদিত্য চোপড়া প্রযোজিত ও মনীশ শর্মা পরিচালিত ছবিটি মুক্তি (Tiger 3 date announcement) পাবে চলতি বছরের দিওয়ালিতে।'পাঠান'-এর একটি দৃশ্যে টাইগারকে কথা দিয়েছিল পাঠান যে, যে গুরুত্বপূর্ণ মিশনে যাচ্ছে টাইগার সেখানে সাহায্যের প্রয়োজনে পাঠান তার পাশে থাকবে। এবার সেই কথাই রাখতে চলেছে 'পাঠান'! অর্থাৎ এই ছবিতে ক্যামিওতে দেখা মিলবে বাদশার।