বিয়ে করলেন বলিউড অভিনেতা বিক্রান্ত মাসি (Vikrant Massey) । পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা শীতল ঠাকুর (Sheetal Thakur) । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে পরিবার ও একেবার ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন তাঁরা । বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায় ।
ভাইরাল হওয়া বিয়ের ছবিতে দেখা যাচ্ছে, সাদা শেরওয়ানি ও গোলাপি পাগড়ি পরেছেন বিক্রান্ত । শীতলের পরনে লাল লেহেঙ্গা । দুজনকেই দেখা গিয়েছে একেবারে ট্র্যাডিশনাল লুকে । হিন্দু ধর্মের প্রথা মেনে চার হাত এক হয় তাঁদের ।
বৃহস্পতিবারই বিক্রান্তের গায়ে হলুদ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । এদিন, হলুদ পোশাক পরেছিলেন শীতল আর সাদা কুর্তায় দেখা যায় বিক্রান্তকে । গায়ে হলুদ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়ার 'দেশি গার্ল' গানে জমিয়ে নাচেন বিক্রান্ত-শীতল ।
সাত বছর ধরে একে অপরকে ডেট করছেন বিক্রান্ত মাসি ও শীতল ঠাকুর । একতা কাপুরের ওয়েব সিরিজ় ‘ব্রোকেন বাট বিউটিফুল’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা ।