আবার কী খাঁকি পোশাকে দেখা যাবে শিবাজীরাও গাইকোয়াডকে ? আবার কী তাঁর পকেটে ঝুলবে সরকারি নম্বর ? আবার কী ভোর বেলা সাইকেল চালিয়ে এসে ডিপো থেকে শুরু করবেন যাত্রা ? খানিকক্ষণের জন্য নস্টালজিয়ায় ভেসে গেলেন শিবাজীরাও। নিজের বেঙ্গালুরুর বাস ডিপোতে এসে মনে পড়ে গেল সেই ১৯৭৫ সালের কথা।
এই জায়গা থেকেই আজ তাঁর রজনীকান্ত হয়ে ওঠা শুরু। সেই বাসডিপোতে পুরোন বন্ধুদের সঙ্গে এসে সময় কাটালে ভারতীয় সুপারস্টার। সম্প্রতি মুক্তি পেয়েছে জেলার। বক্স অফিসে এই ছবি কালেকশন কত, আর তা কেউ হিসাব করছেন না।
আরও পড়ুন : কাউন্টডাউন শুরু, সুহানা-খুশি- অগস্ত্যর ছবি 'দ্য আর্চিসের' মুক্তির দিন প্রকাশ্যে
বেঙ্গালুরুর বাস ডিপোতে রজনীকান্ত জানিয়েছেন, এই জায়গা তাঁর কাছে সবকিছু। কারণ, এই জায়গা থেকেই একদিন সিলিভার স্ক্রিন জয় করার স্বপ্ন দেখেছিলেন। সেই সাফল্য বন্ধুদের ভাগ করে নিতেই এই বাসডিপোতে আসা।