বদলানো হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবসের তারিখ। ১৬ সেপ্টেম্বরকে ভারতের জাতীয় সিনেমা দিবস ঘোষণা করা হয়েছিল। যে দিন মাত্র ৭৫ টাকার বিনিয়ম দর্শকদের বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ করে দিয়েছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কিন্তু আচমকাই ১৬ সেপ্টেম্বরের পরিবর্তে জাতীয় সিনেমা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৩ সেপ্টেম্বর। এই ঘোষণা করেছেন চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়িক বিশেষজ্ঞ গিরিশ জোহর।
কিন্তু কেন বদল করা হল তারিখ? তার ব্যাখ্যা দিতে গিয়ে এক জাতীয় সংবাদমাধ্যমকে জোহর জানিয়েছেন, বর্তমানে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিতে ২৩সেপ্টেম্বর শুক্রবার বেশ কিছু বড় ব্যানারের ছবি মুক্তি পেতে চলেছে। এছাড়াও অবতার, চুপ, ব্রহ্মাস্ত্র এবং ধোখার মতো ছবিগুলিও সেই সময়ে প্রদর্শিত হবে। এমনকি সেই সময় দক্ষিণের বড় বড় সিনেমাগুলি যাতে দর্শকরা দেখতে পান তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ সেপ্টেম্বর। এই দিনটিকেই জাতীয় সিনেমা দিবস হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে দিনটিতে মার্কিন দর্শকরা মাত্র ৩ ডলার খরচ করে বড় পর্দায় সিনেমা দেখতে পান। বহুল জনপ্রিয় এই উদ্যোগ ভারতেও নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিনেমা চেইন পিভিআর, আইনক্স, সিনেপলিস কার্নিভাল, মীরা, সিটিপ্রাইড, এশিয়ান, মুক্তা এ২, মুভি টাইম, ওয়েভ, এম২কে, এবং ডিলাইটসহ ৪০০০ টিরও বেশি স্ক্রিনে মাত্র ৭৫ টাকায় সিনেমা দেখার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, চলচ্চিত্র দিবসের তারিখ বদলালেও টিকিটের দাম একই থাকবে বলে আন্দাজ করা হচ্ছে।