নিজের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। তাঁর এই 'প্রচারভঙ্গিমা'-র বিরোধিতায় সরব হয়েছেন বলিউডের একাধিক সেলিব্রিটিও। এবার, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে পুনম পান্ডের বিরুদ্ধে এফআইআর-এর দাবি জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হল। সেখানে লেখা হয়, "এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে যাঁরা প্রচারের আলোয় থাকতে চান, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তির প্রয়োগ করা উচিত"। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, সোশ্যাল মিডিয়ায় পুনম পান্ডের মৃত্যুর খবরে যাঁরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন, তাঁদের আবেগও এর ফলে আহত হয়েছে। সাধারণ ভারতীয়দের আবেগ নিয়ে খেলা করেছেন পুনম পান্ডে, এমনও অভিযোগ করা হয়।
উল্লেখ্য, শুক্রবার গোটা দেশকে হতবাক করে দিয়েছিল অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যু সংবাদ। মাত্র ৩২ বছর বয়সেই প্রিয় অভিনেত্রীর চলে যাওয়া মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। তাঁর মৃত্যুর খবর আদৌও সত্যি কি না, তা নিয়েও রহস্য দানা বাঁধছিল। অনেকেই ভেবেছিলেন হয়ত স্পটলাইটে আসার জন্যই এহেন রটনা। শেষমেশ, অনুরাগীদের সেই ধারণাই সত্যি হয়।