অতিমারীর সময় থেকেই বিনোদনের নতুন ঠিকানা কিন্তু ওটিটি! সাসপেন্স থ্রিলার হোক, সামাজিক গল্প, বাড়ি বসে দেখার লোভ সামলানো যায়? দেখতে দেখতে আরও একটা উইকেন্ড এসে গেল। ব্যাস, বাংলা কন্টেন্টের দর্শকদের জন্য দুই প্ল্যাটফর্মে, মুক্তি পাচ্ছে নতুন দুই ওয়েবসিরিজ।
হইচই- (Hoichoi)তে মুক্তি পাচ্ছে দিতিপ্রিয়া-সুহত্রর ডাকঘর (Dakghor)। ট্রেলার দেখেই বোঝা যায় রহস্য রোমাঞ্চ থেকে অনেক দূরে, গ্রামের সহজ সরল জীবন নিয়ে তৈরি ডাকঘর। দিতিপ্রিয়া-সুহত্রকে জুটি হিসেবেও বেশ মানিয়েছে।
শিকারপুর, রক্তকরবীর পর জি- ফাইভে (Zee 5) আবারও এক সাসপেন্স থ্রিলার। শ্বেতকালী (Shwetkali)। মুক্তি পাচ্ছে এই সপ্তাহান্তেই। শ্বেতকালী-তে দেখা যাবে ঐন্দ্রিলা এবং সাহেবকে। ট্রেলার-টিজার সবই বলে দেয় আদ্য পান্ত রহস্যে মোড়া এই সিরিজ।
Anupam Roy: ছ'বছরের অপেক্ষার পর এল অনুপমের নতুন অ্যালবাম, প্রথম গান প্রকাশ্যে
শুক্রবার রাত থেকেই তাহলে সঙ্গী হোক মুঠোফোন অথবা ট্যাবলেট।