আরজি কর ঘটনার পর উত্তাল শহর। বাংলার গ্ল্যামার দুনিয়াতেও এবার তার প্রভাব। যৌন হেনস্থার অভিযোগে শনিবার রাতেই অরিন্দম শীলকে বরখাস্ত করেছে ডিরেক্টর্স গিল্ড। এরপরই সোশ্যাল মিডিয়ায় দেবলীনা দত্ত লেখেন, "সময়ই সব উত্তর দেয়। সময়কে চুপ করিয়ে রাখা যায় না।" নিজের সঙ্গে হওয়া অনভিপ্রেত অভিজ্ঞতাও সংবাদমাধ্যমে জানিয়েছেন দেবলীনা।
দেবলীনা জানিয়েছেন, টলিউডের কয়েকজন শিল্পী নিউইয়র্কে গিয়েছিলেন। মায়ের সঙ্গে সেই টুরে গিয়েছিলেন দেবলীনাও। টুরে এক টলিউড তারকা ছিলেন। তিনি জাতীয় স্তরেও খ্যাতনামা। বাংলা-হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই প্রভাবশালী। ওই অভিনেতার ঘরে আড্ডা চলছিল। ভুল করে অভিনেত্রীর মা নিজের শাল ফেলে এসেছিলেন। ডিনারের পর সেই তারকা দেবলীনাকে ফোন করে তাঁর ঘর থেকে মায়ের শাল নিয়ে যেতে বলেন। দেবলীনা জানান, সেই ইঙ্গিত না বুঝেই তারকার ঘরে যান তিনি। অভিযোগ, শাল নেওয়ার সময় মদ্যপ অবস্থান দেবলীনার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন ওই তারকা। তিনি দৌড়ে দরজা খুলতে গেলে তারকা জিজ্ঞাসা করেন, দেবলীনা চলে যেতে চান কিনা। সম্মতি নেই দেখে তিনি তাঁকে যেতে দেন।
দেবলীনার তুতো দাদা অরিন্দম শীল। তাঁকে যৌন হেনস্তার অভিযোগে সাসপেন্ড করে ডিরেক্টর্স গিল্ড। এই আবহেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন দেবলীনা। পাশাপাশি অভিনেত্রী জানান, পরেও ওই তারকার সঙ্গে তাঁর দেখা হয়েছে। তিনি সব সময়ই ভাল ব্যবহারই করেছেন।