অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান । শনিবার থেকে শুরু হল 'দেবী চৌধুরানী'-র শুটিং । প্রযোজনা সংস্থার তরফে সিনেমার পোস্টার শেয়ার করে দেওয়া হল সুখবর । সিনেমায় দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ।
বাংলার ম্যাগনাম ওপাস 'দেবী চৌধুরানী' ঘোষণার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে । তবে, দেবী চৌধুরানীর ভূমিকায় শ্রাবন্তী কেন, এই নিয়ে কম সমালোচনা হয়নি । তবে, দীর্ঘদিন ধরেই এই চরিত্রটার জন্য নিজেকে তৈরি করছেন অভিনেত্রী । কিন্তু, কবে থেকে সিনেমার শুটিং হবে, কবে দেখা যাবে বড়পর্দায়, এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছিল । অবশেষে সেই উত্তর মিলল ।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেছে প্রযোজনা সংস্থা । ক্যাপশনে লেখা, 'এক অসাধারণ গল্পের দ্বার খুলে গেল। আজ থেকে শুরু হচ্ছে দেবী চৌধুরানী ছবির শুটিং। ড্রামা, প্যাশন এবং চিরকালের একটি দুর্দান্ত গল্প অপেক্ষা করে আছে।' অর্থাৎ ২৭ জানুয়ারি থেকেই শুরু হয়ে গেল সিনেমার শুটিং ।
শুভজিৎ মিত্রের ছবিতে অভিনয় করছেন একঝাঁক তারকা । ভবানী পাঠকের চরিত্রে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঙ্গরাজের ভূমিকায় অর্জুন চক্রবর্তী । এছাড়াও রয়েছেন বিবৃতি, কিঞ্জন নন্দ ও সব্যসাচী । সূত্রের খবর অনুযায়ী বীরভূম, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বিহার সহ কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এই ছবির শুটিং হবে।