শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় 'দেবী চৌধুরাণী' (Debi Chaudhurani Movie ) বড় পর্দায় আসছে, তা প্রায় সকলেরই জানা । তবে, মাঝে গুঞ্জন ছড়ায়, আপাতত স্থগিত রাখা হয়েছে সিনেমার কাজ । কিন্তু, এই গুঞ্জনের মাঝেই সিনেমা সম্পর্কে এল বড় আপডেট । পরিচালক জানিয়ে দিলেন শুটিংয়ের (Debi Chaudhurani Shooting) তারিখ ।
স্বাধীনতা দিবসের দিন ফেসবুকে পোস্ট করে পরিচালক জানিয়ে দিলেন পুজোর পর থেকে শুরু হবে শুটিং । ছবির দুটো পোস্টার শেয়ার করে পরিচালক লিখলেন, 'দিনটা মার্ক করে রাখুন। কাউন্টডাউন শুরু হয়ে গেল। আমরা প্রস্তুত দুর্দান্ত একটা ছবি তৈরির সফরের জন্য । আগামী ১৫ নভেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে এই ছবির শুটিং ।' ২০২৪ সালের দুর্গাপুজোর সময় মুক্তি পাবে সিনেমা ।
আরও পড়ুন, Kar Kache Koi Moner Kotha : শাশুড়ির সামনেই পাড়ার ফাংশনে নাচল শিমূল !পেল প্রশংসাও,তারপর ?
শুধু, বঙ্কিমের উপন্যাস অবলম্বন করেই ছবির গল্প নয়, বেশ খানিকটা ইতিহাসমিশ্রিত ছবি, শুটিং শুরুর আগেই জানিয়েছেন পরিচালক । শুটিং দেরি করে শুরুর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, জঙ্গলে শুটিং হবে । তাই বর্ষায় শুটিং করা যাবে না, তাই শীতেই শুটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ছবিতে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠকের চরিত্র দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। রঙ্গরাজের চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে, সব্যসাচী চক্রবর্তী, কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ ।
দেবী চৌধুরানী হয়ে ওঠার জন্য অভিনয়ের পাশাপাশি শরীরচর্চাতে মন দিয়েছেন শ্রাবন্তী । লাঠি চালানো, তরোয়াল চালানো, ঘোড়ায় চড়াও শিখতে হচ্ছে । দেবী চৌধুরাণী চরিত্রে শ্রাবন্তীকে পুরোপুরি ঢুকে যেতে হবে বলেই জানিয়েছেন শুভ্রজিৎ।