গেল মাসেই জন্মদিনে দেবলীনাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন তথাগত মুখোপাধ্যায়, যা দেখে বোঝা গিয়েছিল, বৈবাহিক সম্পর্কে দূরত্ব এলেও তাঁরা এখন ভাল বন্ধু। দেবলীনা-তথাগতর (Deblina Dutt-Tathagata Mukherjee) ব্যক্তিজীবন নিয়ে নানা গুজবের মাঝেই অভিনেতা ঋষভ বসুর (Rishav Basu) সঙ্গে দেবলীনার ছবি প্রকাশ্যে।
দুবাইয়ের সমুদ্র সৈকতে (Dubai Sea beach) 'সানকিসড' হওয়ার ছবি পোস্ট করেছেন দেবলীনা। সঙ্গী ঋষভ। দেবলীনার ফেসবুকে উঁকি দিলেই বোঝা যায় বেশ কয়েকদিন ধরেই দুবাই-তে রয়েছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে মা-ও। দেবলীনার জন্মদিনের কেক কাটার ছবিও রয়েছে সেখানে। বুর্জ খলিফা থেকে নেমে বার্থডে স্পেশাল চকোলেট কেক-ও কেটেছিলেন দেবলীনা। সেই পোস্টেও ঋষভকে ট্যাগ করা। খুব সম্ভবত সেই আয়োজন ঋষভ-ই করেছিলেন।
ডাক্তারের চরিত্রে পরম, সঙ্গে কঙ্কনা সেন শর্মা, আসছে মুম্বই ডায়ারিজ সিজন ২
বিবাহবিচ্ছেদের গুঞ্জনের পর থেকে কারোর সঙ্গেই তেমন ছবি দিতে দেখা যেত না দেবলীনাকে। তাই ঋষভ এর সঙ্গে ছবি পোস্ট করতেই চর্চা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায়। দুবাই-এর সৈকত কি তাহলে সাক্ষী থাকছে নতুন কোনও রূপকথার?