বলিউডের শেহেনসা, টিনসেল টাউনের অভিভাবক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), সদ্য পা দিলেন ৮০ বছরে। ব্যক্তিত্ব, অভিনয়ের দক্ষতা, ওমন কণ্ঠের আর দ্বিতীয় নজির মেলেনি। তিনি সব দিক থেকেই বিগ বি। এশিয়ার তিনিই প্রথম তারকা যার প্রতিকৃতি রাখা হয়েছিল ম্যাডাম তুসোয়। অভিনয়ের পাশাপাশি তাঁর দরাজ কণ্ঠের ভক্ত আট থেকে আশি। তাঁর ব্যারিটোন ভয়েস সারা বিশ্ববন্দিত।
আরও পড়ুন- Amitabh Bachchan: আশিতে অমিতাভ... বিগ বি-র জন্মদিনের শুভেচ্ছায় ভাসছে বলিউড
কোভিড কিংবা পোলিওর সচেতনতা বলুন, বা সিনেমার শুরুতে, গুজরাট টুরিজম সহ এমন একাধিক প্রচলিত বিজ্ঞাপনে অমিতাভের কণ্ঠস্বরে গমগম করে প্রেক্ষাগৃহ৷ এছাড়াও আজকাল নিয়মিত পডকাস্টও করেন বিগবি। অথচ জানলে অবাক হবেন, এমন কণ্ঠ নিয়েও বেতারের চাকরি পেতে ব্যর্থ হয়েছিলেন অমিতাভ।
তাঁকে তখন চেনেনা কেউ৷ একাধিক ছবিতে সূত্রধরের ভূমিকাতেও কাজ করেছিলেন অমিতাভ। জহুরি যেমন জহর চেনে, ঠিক তেমনই অমিতাভের এই দুর্দান্ত কণ্ঠের খোঁজ আগেই পেয়ে গিয়েছিলেন মৃণাল সেন। ১৯৬৯ এ মৃণাল সেন পরিচালিত ভুবন সোম ছবিতে প্রথমবার সূত্রধর হিসেবে কাজ করেছিলেন বিগ-বি। এরপরই তাঁর ব্যারিটোন ভয়েসের কদর বোঝে সারা বিশ্ব। সত্যজিৎ রায় পরিচালিত শতরঞ্চ কে খিলাড়ি ছবিতেও সূত্রধর হিসেবে কাজ করেছিলেন অমিতাভ।