ফের 'পাঠান'-এর (Pathaan) সেট থেকে সোশ্যাল মিডিয়ায় 'লিক' করল ছবি (Deepika Padukone photo leaked)! তারপর অচিরেই তা হয়ে গেল ভাইরাল! এর আগেই যশরাজ ফিল্মসের (Yashraj Films) এই ছবির সেট থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি লিক করার পর এবার লিক করল বিকিনি পরিহিত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone bikini photo) একাধিক ছবি। খালি গায়ের শাহরুখ খানের ছবি দেখে ভক্তদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল, দীপিকার বিকিনি পরা ছবি যেন তাতেই ঘৃতাহুতি!
আরও পড়ুন: রিলিজ করল 'হিরোপন্তি ২'-এর ট্রেলার, মাত্র ৮ ঘণ্টাতেই ভিউজ হল ১ কোটি ৬০ লক্ষ!
কয়েকদিন আগেই বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করে একটি ভিডিয়ো রিলিজ করে যশরাজ ফিল্মস। সেখানে ছবির তিন মুখ্যচরিত্রে অভিনয় করা শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামকে (John Abraham) দেখা গিয়েছিল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত 'পাঠান' রিলিজ করবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।