সারা বিশ্বের সেরা দশ সুন্দরীর তালিকায় জায়গা করে নিলেন দীপিকা পাড়ুকোন। তালিকায় ন' নম্বরে রয়েছে দীপিকার নাম।
প্রাচীন গ্রিসে প্রচলিত গোল্ডেন রেশিয়ো পদ্ধতিতে সুন্দরীদের বাছা হয়েছে। এটিকে ফাই পদ্ধতিও বলা হয়ে থাকে। কোনও রকম মেক আপ বা কসমেটিক সার্জারি ছাড়া একজন মহিলার সৌন্দর্যের মাপকাঠির বিচারে তৈরি হয় সেরা ১০-এর তালিকা। সেখানেই নবম স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।
Saif Ali Khan: ইচ্ছে করে, তবু কেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সইফ আলি? জানালেন নিজেই
মোট ১২ টি কি-পয়েন্টের বিচারে এই সৌন্দর্যের বিচার করা হয়। চলতি বছর সেরা ১০-এর তালিকার প্রথম স্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী Jodie Comer।