দীপিকা পাড়ুকোনের থেকে ব্যাগ ভর্তি উপহার পেলেন ঋতাভরী চক্রবর্তী। শনিবার সকাল সকাল সেই উপহারের ছবি শেয়ার করলেন ঋতাভরী। নারীদিবস উপলক্ষে তাঁকে এই উপহার পাঠিয়েছেন হবু মা দীপিকা। তাতে রয়েছে দীপিকার নিজস্ব ব্র্যান্ড 82°E-এর মেকাপ ব্র্যান্ড ছাড়াও, সেন্টেড ক্যান্ডেল, টাওয়াল সহ আরও অনেক কিছুই। সঙ্গে একটি শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন দীপিকা।
আসলে, টলিউডের গন্ডি পেরিয়ে অনেকদিনই মুম্বইতেও পসার জমাতে শুরু করেছেন ঋতাভরী চক্রবর্তী। অনুরাগ কাশ্যপ থেকে শাহরুখ খান, সলমন থেকে দীপিকা একডাকে ঋতাভরীকে আজকাল বিটাউনের অনেকেই চেনেন। তাঁদের সঙ্গে ওঠাবসাও রয়েছে অভিনেত্রীর।
Sandeshkhali Cinema: বড় পর্দায় শাহজাহান শেখ, সন্দেশখালির ঘটনা এবার রুপোলি পর্দায়
বলিউডের পদ্মাবতীর কাছে এহেন উপহার পেয়ে, যারপরনাই খুশি ঋতাভরীও। আসলে একজন জনপ্রিয় মহিলা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই এই উপহার তাঁকে পাঠিয়েছেন দীপিকা।