গণেশ চতুর্থীর পরের দিনেই মা হয়েছেন বলিউডের ‘মাস্তানি’। কোলে এসেছে ফুটফুটে এক কন্যে। সূত্রের খবর, এখন নাকি তাঁকে নিয়েই সময় কাটছে দীপিকার। প্রথমে গুঞ্জন চলছিল তিনি সারোগেট মাদার হতে চলেছেন। কিন্তু ‘কালকি’র ট্রেলার লঞ্চে বেবিবাম্পে চমক দিয়েছিলেন দীপিকা। নীরবে উত্তর দিয়েছিলেন প্রাকৃতিক পদ্ধতিতেই মা হতে চলেছেন তিনি।
প্রশ্ন এখন একটাই, এবার কি কাজে ফিরবেন দীপিকা? শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন, অনুষ্কা শর্মার মতো নাকি তিনিও হাঁটতে চলেছেন একই পথে. অর্থাৎ, এই সময়টা নিজেই মেয়ের কাছে থাকবেন দীপিকা। কোনও ন্যানির কাছে নয় বরং তাঁর কাছেই মানুষ হবে তাঁর মেয়ে।
গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ‘বাজিরাও আর মাস্তানি’ । সবুজ শাড়িতে, খালি পায়ে হেঁটে দেব দর্শন করে যাওয়ার পরের দিনেই হাসপাতালে ভর্তি হন দীপিকা। আর তারপরেই আসে সুখবর।
উল্লেখ্য, খুদে আসার আগেই একেবারে শাহরুখ খানের মন্নতের পাশে, ১০০ কোটির একটি নতুন বাংলো সাজিয়ে ফেলেছেন দম্পতি। সদ্যোজাতকে নিয়েই ওই বাড়িতেই ওঠার কথা রণবীর দীপিকার।