রাস্তায় যতই ট্রাফিক সিগন্যাল (Traffic Signal) থাকুক, লোকে আর মানছে কই । বেশিরভাগ সময় দেখা যাচ্ছে, সিগন্যাল লাল হলেও গাড়ি ছুটছে নিজের মতো । ফলে, যখন-তখন ঘটে যাচ্ছে দুর্ঘটনা । দিল্লিতে (Delhi) প্রায়ই এধরনের ঘটনা ঘটছে । এবার, এই দুর্ঘটনা রুখতে এবং মানুষকে সতর্ক করতে অভিনব উদ্যোগ নিল দিল্লি পুলিশ (Delhi Police) । এবার থেকে নাকি ট্রাফিক সিগন্যালে দেখা যাবে অভিনেত্রী করিনা কাপুর খানকে (Kareena Kapoor) !
হ্যাঁ ঠিকই শুনেছেন । তবে, সেখানে একটা অবশ্যই টুইস্ট রয়েছে । 'কভি খুশি কভি গম'-এ পু-এর চরিত্রে করিনার সেই বিখ্যাত ডায়লগের কথা মনে আছে ? যেখানে পু বলছে, 'কৌন হ্যায় ইয়ে, জিসনে দোবারা মুঢ়কে মুঝে নহি দেখা ?' এই বিখ্যাত ডায়লগই শোনা যাচ্ছে ট্রাফিক সিগন্যালে । সম্প্রতি, একটি ভিডিও শেয়ার করেছে দিল্লি পুলিশ (Delhi Police Awareness Video) । যেখানে দেখা যাচ্ছে, একটি দ্রুতগামী গাড়ি ট্রাফিক সিগন্যাল অগ্রাহ্য করে ছুটে বেরিয়ে যাচ্ছে । সেই সময়েই লাল আলোর বৃত্তে হাজির ‘পু’। আর সঙ্গে সঙ্গে সেই বিখ্যাত ডায়লগ ।
করিনা নিজেও এই ভিডিওটি শেয়ার করেছেন । মানুষকে সতর্ক করছেন । এই মুহূর্তে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী ।