এমনিতে তাঁদের সম্পর্কের কথা টলিপাড়ায় ওপেন সিক্রেট। বলছি দেব-রুক্মিণীর (Dev-Rukmini) কথা। রিল লাইফের মতো রিয়াল লাইফেও তাঁদের রসায়ন নিয়মিত থাকে চর্চায়। মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, বিয়ে কবে করছেন। হেসেই উড়িয়ে দেন দু'জন সেসব। এবার কি তাহলে শেষ মেষ জল্পনার অবসান হতে চলেছে? মিয়াঁ বিবির সাম্প্রতিক ছবি তো তেমনই বলছে, তাই না?
অভিনেতা দেব দুটি নতুন ছবি পোস্ট করেছে তাঁদের দু'জনের। রুক্মিণী আবার পালকিতে। আর দেব পালকির ওপরে। নতুন ছবির সেট কিনা বোঝার উপায় নেই। তাছাড়া, দেব ভক্তরা ভাবতে ভালবাসছেন, খুব শিগগির বুঝি টালিগঞ্জে বিয়ের সানাই বাজছে।
Boudi Canteen : 'এবার পুজোয় পেটপুজো হোক বৌদি ক্যান্টিনে!' বলছেন শুভশ্রী ও পরমব্রত, সঙ্গী সোহমও
সম্প্রতি দেব-রুক্মিণী অভিনীত কিশমিশ (Kishmish) ছবিটি বানাজ্যিক সাফল্যের পাশাপাশি দর্শকদের খুব প্রশংসা কুড়িয়েছে।