কিশমিশের (Kishmish) স্বাদ কি চিনির মতো? নয় তো। বরং কিছুটা মিষ্টি, কিছুটা টক। ঠিক যেন দেব-রুক্মিণী (Dev) (Rukmini) জুটি! উহু, অফস্ক্রিন কেমিস্ট্রির কথা তো ছেড়েই দিলাম। বলছি কিশমিশ ছবিতে তাঁদের জুটির কথা। মানে কৃশানু আর রোহিণী। আজই সামনে এল কিশমিশের পোস্টার।
প্রথমে ছবির প্রযোজক দেব জানিয়েছিলেন, পুজোয় মুক্তি পাবে, ছবি। কিন্তু করোনাকালে পিছিয়েছে ছবির শুটিং। আপাতত ঠিক হয়েছে, সব ঠিক থাকলে ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কিশমিশ।
আরও পড়ুন, নতুন বছরে নতুন চমক দেবের, ঘোষণা করলেন আগামী ছবির নাম
পড়াশোনায় ডাহা ফেল কিশমিশ ছবির নায়ক। নিজের পরিচয় দেয় 'ফেলু দা' বলে। নায়িকা রোহিণী আব্বার ভয়ানক স্মার্ট। দেব থুড়ি কৃশানুকে পাত্তা দেয়না মোটে। তারপর...? আহ একটু অপেক্ষাই করুন না হয়।
প্রসঙ্গত, দেব-রুক্মিণী দুজনেই করোনা আক্রান্ত হয়েছিলেন সম্প্রতি। সুস্থ হয়েই কাজে যোগ দিয়েছেন দুজন।