বড়দিনের ঠিক আগে মুক্তি পাওয়া দেব-মিঠুন অভিনীত ছবি নিয়ে জোর চর্চা চলছে। বিতর্কের মাঝেই আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করার ইচ্ছাপ্রকাশ সাংসদ-অভিনেতা দেবের।
সম্প্রতি, প্রজাপতি ছবিটি কলকাতার সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে জায়গা না পাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে, টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তৃণমূল সাংসদ দেব। অনেকেই অবশ্য এর মধ্যে রাজনৈতিক গন্ধ পেয়েছেন। বলেছেন, মিঠুন চক্রবর্তী বিরোধী গেরুয়া শিবিরের নেতা হওয়াতেই এই রোষ। যদিও দেব এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।
কিন্তু সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, রাজনীতির আগে তাঁর কাছে সিনেমার স্থান, প্রয়োজনে ভবিষ্যতে আবারও মিঠুনের সঙ্গে কাজ করবেন তিনি।
Tithi Basu Break-Up: জন্মদিনের পরের দিন বিচ্ছেদ, সম্পর্ক ভাঙল টলি পাড়ার ছোট ঝিলিকের
ইতিমধ্যে বড়দিনের আগে মুক্তি পাওয়া বাবা-ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হওয়া ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।