ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন দুর্নিবার এবং মোহর। দীর্ঘ ৬ মাস এই খুদেকে দেখার সৌভাগ্য হয়নি অনুরাগীদের। দিন কয়েক আগে ছেলে ধিয়ানের সঙ্গে প্রথমবার আলাপ করিয়েছিলেন দুর্নিবার, তারপর থেকেই এই খুদে এখন নেটপাড়ার নয়া সেনসেশন। সদ্য অন্নপ্রাশন হল ধিয়ানের। সেখানে আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার অনেক তারারাই।
মোহর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক। একেবারে দাঁড়িয়ে থেকে মোহর দুর্নিবারের বিয়ে দিয়েছিলেন প্রসেনজিৎ। স্বভাবতই তাঁদের ছেলে ধিয়ান প্রসেনজিৎ-এর চোখের মণি। খুদের মুখেভাতে একেবারে অন্য মেজাজে দেখা গেল ‘বুম্বা মামা’কে। ধিয়ানকে কোলে তুলে খেলায় মাতলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
ধিয়ানের-ও বেশ মনে ধরেছে মামাকে। কিছুতেই সে নামবেই না মামার কোল থেকে। কতবার হাত বাড়ালেন অঙ্কুশ, কিছুতেই গেল না ধিয়ান। সেই মিষ্টি ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়।
উল্লেখ্য, গত বছরের প্রথমেই ঘটা করে বিয়ে সেরেছিলেন দুজন। সে সময় অবশ্য নানা কারণে সমাজমাধ্যমে ট্রোলের শিকার হন দুজনেই। তবে, তারপর থেকে বেশ মসৃণ কেটেছে দাম্পত্য। এখন খুদেকেই নিয়েই ব্যস্ত দুটিতে।