প্রায় একমাস ধরে আইপিএলের প্রভাব পড়েছে বাংলা ধারাবাহিকে (Bengali serial TRP rating)। তবে তাতে আঁচ পড়ছে না স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'র (Dhulokona) রেটিং-এ। ফের শীর্ষে এই ধারাবাহিক। গত সপ্তাহের ৮.১ থেকে এবার উঠে এল ৮.৩ রেটিং-এ। গত সপ্তাহের ৮ পয়েন্ট থেকে এই সপ্তাহে রেটিং কিছুটা কমেছে দ্বিতীয় স্থানে থাকা ওই একই চ্যানেলের ধারাবাহিক 'গাঁটছড়া'র (Gaatchhora)। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৭.৯। অর্থাৎ, ৮.৩ নম্বর পেয়ে এই সপ্তাহে অনেকটাই এগিয়ে রয়েছে লালন আর ফুলঝুড়ি। ৭.৭ নম্বর পেয়ে 'মিঠাই' এখন তৃতীয় স্থানে।
আরও পড়ুন: নিলামে মারাদোনার 'হ্যান্ড অব গড'-এর জার্সি, কত দাম উঠল জানেন
‘রকস্টার’ রূপী সিদ্ধার্থও যেন আপাতত ফিকে ‘ধুলোকণা’র দাপটের কাছে। ৭.৪ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে ‘গৌরী এল’। এ সপ্তাহে পঞ্চম স্থানের দাবিদার দু’জন। ‘লক্ষ্মী কাকিমা’ আর ‘মন ফাগুন’। শন বন্দ্যোপাধ্যায়-সৃজলা গুহকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন ফের সামনে নিয়ে এসেছে ‘মন ফাগুন’কে। একই সঙ্গে ধারাবাহিকেও ঋষিরাজ-পিহুর প্রেমে জোর টানাপোড়েন।