সাপের নাম শুনলেই হাড়হিম হয়ে আসে সকলের, সেখানে দিব্যজ্যোতিকে দেখে অবাক নেটিজেনরা। ভয় ডরের লেশমাত্র নেই তার চোখে মুখে। উল্টে বিরাটাকার একটি হলুদ পাইথন গলায় জড়িয়ে তাকে একের পর এক চুমু খেলেন ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য। শুধু তাই নয় সেই পাইথনের কাছে ‘একটা হামি দাও’ বলে আবদারও করেন তিনি।
আপাতত দিব্যজ্যোতি সম্পূর্ণ ছুটির মেজাজে। সিরিয়াল থেকে বেশ কিছুদিনের ছুটিতে আছেন তিনি। তাঁর ধারাবাহিক টানা বেঙ্গল টপার হয়েছে কয়েক মাস। এটি কদিন আগে ৭০০ পর্ব পার করেছে। ভ্যাকেশন মুডে সূর্যবাবুর এই ভিডিও এই মুহূর্তে বেজায় ভাইরাল।