প্রথমে জল্পনা ছিল দেবের ব্যোমকেশের পরিচালক হচ্ছেন সৃজিত। পরে অবশ্য জানা গেল দেবের দুর্গ রহস্য-এর পরিচালক বিরসা দাসগুপ্ত। তারপর টলিপাড়ায় জোর জল্পনা ছিল সৃজিতের ঐতিহাসিক ছবিতে দেবকে দেখা যাবে সিরাজ উদ দৌল্লার ভূমিকায়। সেই ছবি কি সত্যিই হচ্ছে? খোলসা করলেন দেব নিজেই।
বিরসার করা এক টুইটে দেব খোলাখুলি জানিয়েছেন, সৃজিতের ছবি সম্পর্কে কোনও ধারণাই নেই অভিনেতার। অর্থাৎ সিরাজের চরিত্রে দেবকে আদৌ ভাবেননি পরিচালক।
বাংলা ইন্ডাস্ট্রিতে ভালোই জমে উঠেছে দেব-সৃজিত দ্বৈরথ। আপাতত দুজনের যে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নেই, তা একরকম স্পষ্টই।