বাংলার ইতিহাসে এই প্রথম। রিয়ালিটি শোতে এলেন মুখ্যমন্ত্রী। জি বাংলার জনপ্রিয় শো 'দিদি নং ১'-এর মঞ্চে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই এপিসোড সম্প্রচারিত হওয়ার পর টিআরপি-তে ভাগ্য খুলেছে রচনার শোয়ের।
বৃহস্পতিবার সামনে এসেছে গত সপ্তাহের টিআরপি-র ফলাফল। আর তাতেই দেখা গেল, রবিবারের মেগা এপিসোড পেয়েছে ৭.৫ নম্বর। এক কথায় দারুণ রেজাল্ট।
ঘণ্টা দুয়েকের মেগাপর্বে, মমতা এসেছিলেন অতিথি হিসেবে। রাজনীতি থেকে অনেকটা দূরে একেবারে ঘরোয়া মেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। কখনও রুটি বেলেছেন, শৈশবের গল্প বলেছেন, গান গেয়েছেন, কখনও আবার তাঁর তুলিতে জীবন্ত হয়ে উঠেছে ক্যানভাস।