ভাল আছেন পরিচালক অনীক দত্ত (Anik Dutta Health Update) । শ্বাসকষ্টের সমস্যার জন্য মঙ্গলবারই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল । শ্বাস-প্রশ্বাসে আগের থেকে উন্নতি হয়েছে । তবে এখনও অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে ।
চিকিৎসকরা জানিয়েছেন, খুব সামান্য পরিমাণেই অক্সিজেন দিতে হচ্ছে তাঁকে । অক্সিজেন ছাড়া স্বাভাবিক ভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারেন কি না , তাও পরীক্ষা করে দেখা হচ্ছে । আপাতত আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে অনীক দত্তকে ।
দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায়(COPD Problem) ভুগছেন পরিচালক। চলতি মাসেই তাঁর রুটিন চেক আপ হয় বলেও খবর । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যায়(Pulmonary Disease) ভুগলেও হাসপাতালে ভর্তি হতে রাজি ছিলেন না অনীক(Anik Dutta Hospitalised)। কিন্তু সোমবার রাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। ভাল করে শ্বাস নিতে পর্যন্ত পারছিলেন না তিনি । এরপর মঙ্গলবার তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ।