প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষের ছবি 'ঝিল্লি'। ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম শিরোপা পেয়েছে ঈশানের 'ঝিল্লি'। ১১ নভেম্বর এবার সেই ছবিটি জনসাধারণের জন্য মুক্তি পাচ্ছে।
২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রথম ঈশানের ছবি 'ঝিল্লি' দেখানো হয়। ছবিটি তৈরি হয়েছে প্রান্তিক মানুষদের নিয়ে। শহরের আবর্জনা ফেলার জায়গা ধাপার মাঠকে ঘিরেই তৈরি হয়েছে গোটা সিনেমা। ছবিতে অভিনয় করেছেন একগুচ্ছ নতুন মুখ।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই ছবিটি সেরার খেতাব জেতার পর থেকেই পরিচালক গৌতম ঘোষ ছবিটিকে বড় পর্দায় নিয়ে আসতে চান বলে জানিয়েছিলেন। এবার তাঁর ইচ্ছেমতোই সর্বসাধারণের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক ঈশানের ছবি 'ঝিল্লি'।