করণ জোহর (Karan Johar) এবং ধর্মা প্রোডাকশনের সিনেমা মানেই চোখধাঁধানো সেট, লোকেশন এবং কস্টিউমের ছড়াছড়ি। তার অন্যথা হয়নি 'রকি অউর রানি কি প্রেমকাহানি'-তেও (Rocky Aur Rani Ki Prem Kahani)। এই সিনেমায় যে 'রানধাওয়া ম্যানসন' দেখানো হয়েছে, নেটিজেনরা সেটিকে তুলনা করছে হোয়াইট হাউজের সঙ্গে! কিন্তু, এই বাংলোটি কোথায় অবস্থিত জানেন? এটি রয়েছে এই দেশেই। নয়ডা এক্সটেনসনে (Noida extension)। বাংলোর মধ্যেই রয়েছে সুসজ্জিত বাগান, জগিং করার ট্র্যাক, লাইব্রেরি, জিম, ক্লাবহাউজ। এই গোটা বাংলোটির মূল্য ১৮ কোটি টাকা!
আরও পড়ুন: কলকাতায় রকি ও রানি, দুর্গাপুজোর গান লঞ্চে রণবীর, আলিয়া, চূর্ণী, টোটা
উল্লেখ্য, রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত 'রকি অওর রানি কি প্রেমকাহানি'-তে রয়েছেন শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্র। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী।