রাণী মার জন্মদিন। আহা, মানছি তিনি পর্দার রানী মা ছিলেন, কিন্তু দিতিপ্রিয়ার জনপ্রিয়তা এখনও রানী রাসমনির চরিত্রের জন্যেই। যদিও সিরিয়ালে তার পার্ট শেষ হয়েছে, কিন্তু বাঙালির ড্রয়িং রুমে দিতিপ্রিয়া (Ditipriya Roy) এখনও রানী মা-ই। বাংলা টেলিজগতে শিশু শিল্পী হিসেবে এসেই সকলের মন কেড়ে নেওয়া দিতিপ্রিয়া ২০ (20th birthday) বছর পূর্ণ করলেন।
এ বছরের জন্মদিনে সপরিবারে বিশাখাপত্তনমে গেছেন দিতিপ্রিয়া, তার আগে অবশ্য বিশেষ দিনের আনন্দ ভাগ করে নিয়েছেন পথশিশুদের সঙ্গে। একগুচ্ছ কচিকাঁচা সামিল হয়েছে রানী মা-র আনন্দ উদযাপনে।
Anubrata Mondal: 'চড়াম চড়াম' থেকে 'গুড় বাতাসা, 'শুঁটিয়ে লাল', বঙ্গ রাজনীতিতে হিট একের পর এক 'অনু'কথন
দিতিপ্রিয়া আগেই জানিয়েছেন, রানীমার চরিত্রের জন্য যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা মনে রাখার মত। তবে চরিত্র নিয়ে বিশেষ হ্যাং ওভার নেই তার। দিতিপ্রিয়ার সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই বেশ ঠাওর করা যায় তা। চুলের কাট থেকে পোশাক, সবেতেই আধুনিকতার ছোঁয়া। বোল্ড লুকেও যথেষ্ট স্বছন্দ ট্রেন্ডি রানী মা।