সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয় জগতে আসা। প্রথম ছবি সমাপ্তি। তারপর ক্রমশ বাংলা ছবির জগতে জনপ্রিয় নায়িকা হয়ে ওঠা অপর্ণা সেনের। পরবর্তী জীবনে ক্যামেরার পেছনে আসা। এখন সারা বিশ্বে তাঁর পরিচিতি চলচ্চিত্র পরিচালক হিসেবে। সেই অপর্ণা সেনের ওপর তৈরি হচ্ছে তথ্যচিত্র। পরিচালক সুমন ঘোষ। ইতিমধ্যে সামনে এল 'পরমা'র পোস্টার।
অপর্ণা সেন পরিচালিত 'মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার', পরমা, '১৫ পার্ক অ্যাভেনিউ', ৩৬, চৌরঙ্গী লেন, জাপানিজ ওয়াইফ সারা পৃথিবীর চলচ্চিত্র বোদ্ধা মহলে প্রশংসিত।
তথ্যচিত্র পরমারর সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র।