মালয়েশিয়া (Malaysia) কোন দেশ, জানেই না আশিক (Ashik Shaikh) আর আরিফ (Arif Shaikh)। ডোমকলের ভগীরথপুরের দুই খুদে গ্রামের বাইরে পা-ই রাখেনি অথচ জয় করে ফেলেছে গোটা বিশ্বের মন। প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee) পরিচালিত ছবি ‘দোস্তোজি’ (Dostojee)-র দুই খুদে নায়ক আশিক শেখ, আরিফ শেখ জিতে নিল ২০২২-এর ‘মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেতার খেতাব।
‘দোস্তোজি’ ইতিমধ্যেই আন্তর্জাতিক নানা পুরস্কার পেয়েছে।, যার মধ্যে রয়েছে ‘ইউনেস্কো’র ‘সিফেজ’ পুরস্কারও।
Kareena Kapoor Khan : ট্রাফিক সিগন্যালে মানুষকে সতর্ক করছেন করিনা কাপুর, অভিনব উদ্যোগ দিল্লি পুলিশের
১৯৯২-৯৩ সালের সাড়া ফেলে দেওয়া একটি ঘটনা। বাবরি মসজিদ ধ্বংস। তার আঁচ গিয়ে পৌঁছেছিল ভারত-বাংলাদেশ সীমান্তের দূরবর্তী গ্রামেও। সেই গ্রামেরই দুই বন্ধু পলাশ (অভিনয়ে আশিক) এবং সফিকুলের (আরিফ) গল্প ‘দোস্তোজি’।