দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে চার-চারটে বাংলা ছবি । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং । দেব, কোয়েল, প্রসেনজিৎ নাকি মিমি, কে এগিয়ে থাকবেন ? শুরু হয়ে গিয়েছে জোরদার আলোচনা । এরই মধ্যে সিনেপ্রেমীদের জন্য এল দারুণ খবর । মাল্টিপ্লেক্স, বিভিন্ন সিনেমা হলের পাশাপাশি এবার পুজোয় খোলা থাকছে নন্দনও । গত মাস থেকে নন্দনে মেরামতির কাজ চলছে । তাই এতদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ । তবে, ষষ্ঠীর দিন থেকে তা জনসাধারণের জন্য খুলে যাচ্ছে । সরকার যদি এভাবে বাংলা ছবির পাশে দাঁড়ায় তার থেকে আর ভাল কিছু হতে পারে না, মনে করছেন প্রযোজক, পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রীরা ।
জানা গিয়েছে, ৭ অক্টোবর থেকে নন্দনে মেরামতির কাজ হচ্ছে। বুধবারের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা। সব ঠিক থাকলে, আগামী শুক্রবার থেকেই শুরু হয়েছে শো । শুধুমাত্র দশমীর দিন প্রেক্ষাগৃহ বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে, চারটে বাংলা সিনেমাই দেখানো হবে কি না তা জানা যায়নি ।
যতই ঝাঁ চকচকে মাল্টিপ্লেক থাকুক না কেন, নন্দনে সিনেমা দেখার একটা আলাদাই অনুভূতি বা ক্রেজ রয়েছে বলা যেতে পারে । টিকিটের দামও সস্তা । তাই দুর্গাপুজোয় নন্দন খোলা থাকা না মানেই তা সিনেপ্রেমীদের কাছে বাড়তি পাওনা বলা যেতে পারে ।