ফের আসছে একেনবাবু (Eken Babu)! মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিমিনোলজি পড়েছিলেন একেন্দ্র সেন। মিষ্টি হাসি, গোল মুখের এই ঈষৎ খ্যাপাটে গোয়েন্দাকে নিয়েই সরগরম হয়ে গিয়েছিল বাংলা বিনোদনের দুনিয়া বছরখানেক আগে। ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে (Hoichoi) এসেছিল একেনবাবুকে (Eken Babu teaser released) নিয়ে ওয়েব সিরিজ।
আরও পড়ুন: 'এসেছে হোলি এসেছে' গেয়ে আসর জমিয়ে দিলেন সুজিত বসু, শ্রীভূমিতে শুরু বসন্ত উৎসব
তারপর পেরিয়ে গিয়েছে চারটি বছর। এবার বড় পর্দায় আসতে চলেছেন একেনবাবু (Eken Babu)! নাম ভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির নাম 'দ্য একেন'। যার টিজার মুক্তি পেল দোলযাত্রার দিন। টিজারের মুক্তির পর ভক্তদের দিন গোনা শুরু হয়েছে ট্রেলার মুক্তির দিনটি নিয়ে।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF) প্রযোজিত 'দ্য একেন' (The Eken) বড় পর্দায় আসছে আগামী পয়লা বৈশাখে।