প্রয়াত 'একেন বাবু'র স্রষ্টা সুজন দাশগুপ্ত। মার্কিন প্রবাসী সাহিত্যিকের কলকাতার ফ্ল্যাটেই আজ সকালে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।
প্রয়াত লেখকের ফ্ল্যাটে পৌঁছেছে পুলিশ। ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। গতকালই, শান্তিনিকেতনে গিয়েছিলেন তাঁর স্ত্রী, ফ্ল্যাটে একাই ছিলেন প্রয়াত লেখক।
Microsoft Layoff: বাড়ছে কর্মীদের উদ্বেগ! যে কোনওদিন ১১ হাজার কর্মী ছাঁটাই মাইক্রোসফটে
পেশায় সুজন দাশগুপ্ত ছিলেন প্রযুক্তিকর্মী। কর্মজীবনের অধিকাংশই মার্কিন মুলুকে। সেখান থেকেই 'একেন বাবু' চরিত্রটির জন্ম। নয়ের দশকে আনন্দমেলায় একাধিকবার প্রকাশিত হয়েছে একেন বাবুর গল্প।
বড় পর্দায় এবং ওটিটি তে প্রবল জনপ্রিয়তা পেয়েছে চরিত্রটি।