একই দিনে বাবা এবং শ্বশুরকে হারিয়ে মানসিক ভাবে বিধ্বস্ত অভিনেত্রী সভদ্রা মুখোপাধ্যায়। ঠিক এই সময়েই তাঁর সঙ্গে ঘটল আরও একটি ঘটনা। অশৌচ পালনে ৩ দিন ছুটি চেয়েছিলেন, ধারাবাহিক থেকে বাদ পড়লেন অভিনেত্রী।
এক্কা দোক্কা ধারাবাহিকে ডঃ অনির্বাণের মায়ের চরিত্রে দেখা যাচ্ছিল সুভদ্রা মুখোপাধ্যায়কে। বাবা এবং শ্বশুরকে অভিনেত্রী একই দিনে হারান। ব্যক্তিগত আচার পালনে ধারাবাহিক নির্মাতাদের কাছে ৩ দিনের সময় চেয়েছিলেন, ওই কদিন মেকআপ করে অভিনয় করায় আপত্তি ছিল তাঁর। সে কথা জানাতেই তাঁকে বাদ দেওয়া হল ধারাবাহিক থেকে।
Binodini-Rukmini Moitra: রুক্মিণী-সহ গোটা টিমের অধিকাংশই অসুস্থ, মাঝপথে বন্ধ 'বিনোদিনী'র শুটিং
নির্মাতাদের এ হেন সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী। তিক্ত অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এক সাক্ষাৎকারে।