অভিনেতা চন্দন সেনের মুকুটে জুড়ল নতুন পালক। প্যাসিফিক মেরিডিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন। 'দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান' চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরষ্কার পেয়েছেন তিনি। যে ছবিটির বাংলা নামটি হল 'মানিকবাবুর মেঘ'। পরিচালনায় অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট দিয়ে চন্দন সেনকে পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানান আরেক প্রখ্যাত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
১৬ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল ১৯ তম প্যাসিফিক মেরিডিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ওকেন সিনেমা। এশিয়া-প্যাসিফিক দেশগুলির বিভিন্ন ধরনের সিনেমার উপর ভিত্তি করে এই পুরষ্কার দেওয়া হয়। এখানেই সেরা পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্যাভিনেতা চন্দন সেন। সম্প্রতি মুক্তি পেয়েছে চন্দন সেন অভিনীত বাংলা ছবি 'শর্ট কাট' । এই মুহূর্তে 'এক্কা দোক্কা' ধারাবাহিকে অভিনয় করছেন তিনি । ক'দিন আগেই শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো'। সেখানেও দাপিয়ে অভিনয় করেছেন তিনি ৷