বাংলায় এখন রহস্য গল্পের রমরমা। এরই মাঝে যেন একটু ভিন্ন গল্প বলবে 'চিনে বাদাম'। মঙ্গলবার ছিল ছবির ট্রেলার লঞ্চ। গোয়েন্দা গল্প, সাসপেন্স থ্রিলারের ভিড় ঠেলে কীভাবে দর্শকের মনে পৌঁছবে চিনে বাদাম? আসুন , শোনা যাক এডিটরজি বাংলা কী বলছেন ছবির অভিনেত্রী-প্রযোজক এনা সাহা।
এনাঃ আমরা যে মেসেজটা দিতে চেয়েছি এই ছবির মাধ্যমে, আশা করি সবাই কানেক্ট করতে পারবে। আমরা এত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি, কাছের মানুষদের সঙ্গেও আমাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সমস্যার সমাধান কতোটা আমরা দিতে পারব, জানিনা, তবে ইস্যুটাকে সামনে আনার চেষ্টা করেছি।
এনা সাহা-যশ দাসগুপ্ত, ভীষণ ফ্রেশ একটা জুটি, পাশাপাশি আবার এই ছবির প্রযোজনাতেও এনা। একই ছবিতে অভিনয় করা, প্রযোজনা করা সহজ, না আরও বেশি কঠিন?
এনাঃ খুব কঠিন। অভিনয় করার সময়ও নানা বাড়তি চিন্তা থাকে ছবিটা নিয়ে। পুরো ছবিটার সামগ্রিক খেয়াল রাখতে হয়, ছোট থেকে বড় সব সমস্যার জন্য মাথা ঘামাতে হয়।
একই ঘরে জোড়া সম্মান, পরিণীতার জন্য সেরার শিরোপা পেলেন রাজ-শুভশ্রী
ছবির, যা মেসেজ, সেতা নিজের জীবনে কতোটা ফলো করা হয়? মুঠোফোন থেকে মুখ তুলে দিনের কতোটা সময় কাটে?
এনাঃ আমি খুব একটা মোবাইল নিয়ে থাকিনা। ফোনও ধরিনা, সবার এই ব্যাপারে নালিশ থাকে। আমায় ফোনে পাওয়া যায় না। শুধু গান শোনার জন্য ফোন দেখি, তাই আমায় সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টও বলতে পারবে না কেউ।