মাঝে মাত্র একটা দিন। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত প্রথম হিন্দি ওয়েব সিরিজ অবরোধ সিজন ২ (Avrodh S2)। সোনি লিভে দেখা যাবে সিরিজটি। তারই প্রোমো শেয়ার করলেন গর্বিত বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায় (Falguni Chatterjee)।
ফাদার্স ডে তো উপলক্ষ্য মাত্র, সন্তানের জন্য বাবা মায়ের গর্ব করার আলাদা কোনও দিনক্ষণ তারিখ হয় না। উল্টোটাও একেবারেই সত্যি। বাবা মাদের নিয়েও তো গর্ব থাকে সন্তানদের। এই যেমন, ক'দিন আগেই সৃজিতের ফেলুদা সিরিজ মুক্তির আগে, বাবার লুক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আবীর।
‘Raksha Bandhan’ trailer out: বোনেদের বিয়ে দিয়ে তবেই নিজে ছাদনাতলায়, ধনুর ভাঙা পন অক্ষয় কুমারের
অবরোধ সিজন ২ তে সেনা আধিকারিকের ভূমিকায় দেখা যাবে আবীরকে। নোটবন্দির ঘটনাকে কেন্দ্র করে আসছে ‘অবরোধ ২'