বাংলা নাটকের সেটা ছিল স্বর্ণযুগ। কত ইতিহাস তৈরি করেছিল চেতনা নাট্য গোষ্ঠীর নাটক 'মারীচ সংবাদ'। দেখতে দেখতে কেটেছে ৫০ বছর। সুবর্ণ জয়ন্তীতে নতুন ভাবে আসছে সেই নাটক। নতুন ভাবে সুর দেওয়া হচ্ছে 'মেরিবাবা' গানে। মহড়ার কিছু ঝলক শেয়ার করেছেন সুজন মুখোপাধ্যায়।
'মেরিবাবার চরিত্রে অভিনয় করতেন প্রয়াত অভিনেতা বিপ্লব কেতন চক্রবর্তী। অরুণ মুখোপাধ্যায় নির্দেশিত নাটকটি দর্শকমহলে বহুল চর্চিত। গত ৫০ বছর ধরে ১২০০-এর বেশিবার মঞ্চস্থ হয়েছে। নাটকের জনপ্রিয় গান মেরিবাবা আসছে নতুন ভাবে। তারই মহড়া চলছে পুরোদমে। সোশ্যাল মিডিয়ায় তারই কিছু ঝলক শেয়ার করেছেন অভিনেতা সুজন ওরফে নীল।
আগামী ১৮ থেকে ২৩ নভেম্বর কলকাতায় চলবে চেতনার নাট্য উৎসব। জগন্নাথ, মেফিস্টো, মারীচ সংবাদ-এর মতো সাড়া জাগানো সব নাটক মঞ্চস্থ হবে তাতে।